ডিজিটাল উদ্যোক্তা | ওয়েব ডেভেলপার | ফেসবুক কমার্স মেন্টর
Marziul Hoque একজন বহুমুখী দক্ষতা সম্পন্ন ডিজিটাল উদ্যোক্তা, যিনি ২০১৭ সাল থেকে ওয়েব ডেভেলপমেন্ট এবং ২০১৯ সাল থেকে অনলাইন ব্যবসা ও মার্কেটিং নিয়ে কাজ করছেন। দীর্ঘ ৭+ বছরের অভিজ্ঞতায় তিনি শত শত নতুন উদ্যোক্তাকে তাদের অনলাইন পরিচিতি তৈরি করতে ও ব্যবসা শুরু করতে সহায়তা করেছেন।
তিনি বাংলাদেশের F-Commerce ইকোসিস্টেমকে সহজ, বাস্তব এবং অ্যাকশনেবল জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর লেখা “F-Commerce দিয়ে স্বপ্ন পূরণ” ইবুকটি ইতিমধ্যেই বহু নতুন উদ্যোক্তার অনুপ্রেরণার উৎস হয়েছে।
একজন প্র্যাকটিক্যাল বিজনেস মেন্টর হিসেবে তিনি নিজেই শূন্য থেকে বিভিন্ন লাভজনক ফেসবুক ব্র্যান্ড দাঁড় করিয়েছেন, এবং এখন কাজ করছেন নতুন উদ্যোক্তাদের জন্য ইনফো-প্রোডাক্ট, ভিডিও ক্লাস এবং বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করে।
তিনি বিশ্বাস করেন —
“নিজের উপর ছোট ইনভেস্টমেন্ট দিয়েই বড় স্বপ্নের যাত্রা শুরু করা যায়, যদি পাশে থাকে সঠিক গাইডলাইন।”